Categories
Business Management

উদ্যোক্তার বৈশিষ্ট্য যাচাই করার উপায়

উদ্যোক্তার বৈশিষ্ট্য  (PECs) প্রশ্নাবলী

নির্দেশিকাঃ

01| এই প্রশ্নমালা ৫৫টি সংক্ষিপ্ত বিবৃতি আছে, প্রতিটি বিবৃতি পড়–ন এবং সিদ্ধান্ত নিন কোনটি আপনার প্রেক্ষিতে সঠিক। আত্ব সচেতন থাকুন। মনে রাখবেন একক ব্যক্তি সকলক্ষেত্রে পারদর্শী নয় এবং এরূপ সকল ক্ষেত্রে পারদর্শী হওয়া সমীচীনও নয়। এছাড়াও প্রতিটি প্রশ্নের জন্য আপনার বিশ্লেষন গোপন থাকবে এবং প্রশ্নপত্রটি আপনি বাড়ীতেও নিয়ে যেতে পারবেন

02| নিম্নে  যে মন্তব্যবাচক সংখ্যাটি আপনাকে সঠিকভাবে বিশ্লেষণ করে সেটি নির্বাচন করুন

৫- সব সময়

৪- সাধারণত

৩- মাঝে মাঝে

২- কদাচিৎ

১- কখনও নয়

০৩। প্রতিটি বিবৃতির ডান পাশে আপনার নির্বাচিত সংখ্যাটি লিখুন

 

উদাহরণস্বরূপঃ

 

আমি উদ্বেগজনক পরিস্থিতিতে শান্ত থাকি-২

 

যে ব্যক্তি উপরোল্লোখিত বিষয়ে উত্তর দিতে ২ মন্তব্য লিখেছেন তিনি নিজেকে অল্পই ব্যক্ত করেছেন

 

০৪। কিছু মন্তব্য এক জাতীয় মনে হতে পারে কিন্তু কখনই সম্পূর্ণ এক নয়

০৫। অনুগ্রহপূর্বক সকল প্রশ্নের উত্তর দিন

প্রশ্ন-

01| করণীয় কাজের প্রতি আমি নজর রাখি
02| কোন কঠিন সমস্যার সম্মুখীন হলে আমি সমস্যাটি সমাধানের জন্য প্রচুর সময় ব্যয় করি
03| আমি সময়মত আমার কাজ সম্পন্ন করি
04| কোন কাজ সুচারুরূপে সম্পন্ন না হলে আমি বিরক্তি বোধ করি
05|  সেই পরিসস্থিতিতে আমি কাজ করতে পছন্দ করি, যে পরিস্থিতিতে কাজের ফলাফল সম্পূর্ণ আয়ত্বের থাকে
06| আমি ভবিষ্যৎ সমন্ধে ভাবতে পছন্দ করি
07 নতুন কোন প্রকল্প শুরু করার সময় তা এগিয়ে নিয়ে যাবার জন্য আমি প্রচুর তথ্য সংগ্রহ করি
08| বৃহৎ প্রকল্পকে আমি খন্ড খন্ড অংশে ভাগ করে নিই
09| আমি অন্যদের থেকে আমার মতামতের সমর্থন পাই
10|  চেষ্টার দ্বারা আমি যে কোন কাজে সফল হব এ বিশ্বাস আমার আছে
11| যার সাথেই কথা বলিনা কেন আমি একজন ভাল বক্তা
12| যা করণীয় তা আমি অন্য কেউ নির্দেশদানের পূর্বেই করে থাকি
13| অন্যকে দিয়ে যা করাতে চাই তা আমি বার বার করাতে চেষ্টা করি
14| আমি প্রতিজ্ঞা করলে তা রক্ষা করি
15| আমি যাদের সাথে কাজ করি তাদের চেয়ে আমার নিজের কাজ উন্নত
16| আমি সফল হব এরূপ নিশ্চিত না হয়ে নতুন কোন কিছু করার চেষ্টা করি না
17| জীবন নিয়ে ভাবনা সময়ের অপচয় মাত্র
18| আমার কাজের ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের থেকে উপদেশ নিতে চেষ্টা করি
19|  কোন কাজ সম্পন্ন করার বিভিন্ন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি বিবেচনা করি
20| অন্যদেরকে কিভাবে প্রভাবিত করতে হবে তা নিয়ে আমি বেশী সময় ব্যয় করিনা
21| অন্যরা আমার মতের তীব্র বিরোধিতা করলে আমি আমার মত পরিবর্তন করি
22| আমি আমার কাজের দিশা না পেলে ক্ষুদ্ধ হই
23| নতুন সুযোগ ও চ্যালেঞ্জর মোকাবিলা করতে পছন্দ করি
24| আমার কোন কাজে বাধা পেলে তা দূর করে কাজ সম্পন্ন করাতে নিরন্তর চেষ্টা করি
25|  কোন কাজ যথাসময়ে শেষ করার জন্য আমি অন্যকেও সাহায্য করে আনন্দ পাই
26| সময়ে অপচয় হলে আমি বিরক্তি বোধ করি
27|  কোন কাজ করার সিদ্ধান্ত নেয়ার পূর্বে আমি তার সফলতা অথবা ব্যর্থতার সম্ভাবনাগুলো বিবেচনা করি

 

28| আমি জীবনে কি চাই এটা যত বেশী নিশ্চিত হওয়া যায় সফলতার সম্ভাবনা তত বেশী
29| তথ্য সংগ্রহের পর সময়ের অপচয় না করে আমি কাজ শুরু করি
30| আমি সম্মুখীন হতে পারি এরূপ সকল সমস্যাই আমি বিবেচনায় রাখি এবং প্রতিটি সমস্যা হলে কি করতে হবে  তার পরিকল্পনা করি
31| আমার উদ্দেশ্য সাধনের জন্য আমি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাহায্য পাই
32|  কোন সমস্যা অথবা চ্যালেঞ্জের মোকাবিলায় সফলতা লাভের আতœবিশ্বাস আমার আছে
33| অতীতে আমার ব্যর্থতা ছিল
34| যা আমি ভাল জানি এবং করতে সাচ্ছন্দবোধ করি তা আমি করতে পছন্দ করি
35| মারাত্নক সমস্যার সম্মুখীন হলে আমি দ্রুত অন্য কিছুতে চলে যাই
36| যখন আমি অন্যের জন্য কাজ করি তখন বিশেষভাবে চেষ্টা করি যাতে সে নিশ্চিতভাবে আমার কাজে খুশি হয়
37|  কোন কাজের পদ্ধতির দ্বারা আমি কখনই সম্পূর্ণ সন্তুষ্ট হই না সর্বদাই আমি ভাবি আরও উত্তমভাবে কাজটি করা যেত
38| আমি ঝুঁকিপূর্ণ কাজ করি
39| নিজের জীবন সম্পর্কে আমার সুনিদিষ্ট পরিকল্পনা আছে
40| অন্যের জন্য যখন কোন কাজ করি তখন সে কি চায় তা নিশ্চিতভাবে জানার জন্য আমি অনেক প্রশ্ন করি
41| সমস্যা নিয়ে আগাম চিন্তা করে কালক্ষেপন না করে সমাধানের চেষ্টা করি
42| আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য বিষয়টির সাথে সম্পর্কিত সকলেই যাতে লাভবান হয় সেদিকে সৃষ্টি রাখি
43| আমি খুব ভাল কাজ করি
44| খুব কম সময়েই আমি অন্যের কাছ থেকে সুবিধা নিই
45| পূর্বে করা কাজের চেয়ে ভিন্নতম ও নতুন কাজ করতেই আমি সচেষ্ট
46| আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি বিভিন্নভাবে চেষ্টা করি
47| আমার নিজের জন্য স্থিরকৃত কাজের চেয়ে আমার ব্যক্তিগত ও পারিবারিক জীবন আমার কাছে বেশী গুরুত্বপূর্ণ
48| কর্মক্ষেত্রে কিংবা বাড়ীতে কোন কাজ দ্রুত করার উপায় আমি খুজে পাইনা
49|  যে কাজকে অন্য কেউ ঝুকিপূর্ণ মনে করে সেকাজ করতে আমি পছন্দ করি
50|  কোন বাৎসরিক কাজে আমি যতটা যতœবান সাপ্তাহিক কাজেও ততটা
51|  কোন কাজ বা প্রকল্পের সহায়ক তথ্য সংগ্রহের জন্য আমি বিভিন্ন উৎসের সন্ধান করি
52| সমস্যা সমাধানের যদি একটি পদ্ধতি কাজ না করে তখন আমি অন্য পদ্ধতির কথা চিন্তা করি
53| আমি তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করি যারা তাদের সিদ্ধান্ত বদলানোর পক্ষে যথেষ্ট মতামত বা ধারণা রাখেন
54| অন্যরা দ্বিমত করলেও আমি আমার সিদ্ধান্তে অটল থাকি
55|  কোন বিষয়ে কিছু না জানলে তা আমি স্বীকার করতে আপত্তি করি না

শিল্প উদ্যোক্তার বৈশিষ্ট্য ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী কি কি?

উদ্যোক্তার ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী সংশোধিত মূল্যায়নপত্র

বৈশিষ্ট্যাবলী মূল্যায়ন সংশোধনী সংখ্যা পরিশুদ্ধ মান
সুযোগ সন্ধান
অধ্যবসায়
কাজের প্রতিশ্রুতি রক্ষা
যোগ্যতা ও দক্ষতার চাহিদা
ঝুঁকি গ্রহণ
লক্ষ্য নির্ধারণ
তথ্য অনুসন্ধান
সুষ্ঠ পরিকল্পনা ও পরিচালনা
উদ্ধুদ্ধকরণ ও যোগাযোগ
আত্ন-বিশ্বাস

পরিশুদ্ধ সার্বিক মান =

6 replies on “উদ্যোক্তার বৈশিষ্ট্য যাচাই করার উপায়”

[…] জীবনের শিক্ষা হচ্ছে শর্টকাটে কোন উদ্যোক্তা হওয়া সম্ভব না । আমি জীবনে প্রথম যে […]

[…] যিনি উপযুক্ত ব্যবসা নির্বাচন করতে পারেন, যথাযথ পরিকল্পনা করতে পারেন,নিজে সিদ্ধাত নিতে পারেন, প্রয়োজনীয় সম্পদ যোগাড় এবং ব্যবস্থাপনা করতে পারেন, সর্বোপরি ঝুঁকি গ্রহনের মানষিকতা যার আছে তিনিই উদ্যোক্তা। […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version