জমির মালিকানা হস্তান্তর চুক্তিপত্র নমুনা

 জমির মালিকানা হস্তান্তর চুক্তিপত্র

 

প্রথম পক্ষ                                                                                           দ্বিতীয় পক্ষ 

সভাপতি, পূর্ব গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়           সভাপতি,পূর্ব গোবিন্দপুর ঈদগাহ কমিটি

গভর্নিং শ্যামনগর

উভয় পক্ষের মধ্যে পারস্পরিক আলাপ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে নিম্নোক্ত শর্তপূরণ সাপেক্ষে প্রথম পক্ষের মালিকানাধীন নিম্ন তফসিলে বর্ণিত জমি দ্বিতীয় পক্ষ কে দখল, সীমানা প্রাচীর ও জনস্বার্থে নির্মাণ কাজের অনুমতি প্রদান করা হলো।

 শর্তসমূহঃ

১।  দ্বিতীয় পক্ষ জনস্বার্থে সীমানা প্রাচীর, মিনার নির্মাণ ও জনস্বাস্থ্যের অন্যান্য কার্যক্রম গ্রহণ করতে পারবেন।

২। দ্বিতীয় পক্ষ এমন কোনো পদক্ষেপ বা কার্যক্রম গ্রহণ করবেন না যাতে জনসাধারণের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়

৩। প্রথম পক্ষ প্রথম পক্ষ ভবিষ্যতে কিংবা অন্য কোন প্রয়োজনে অন্য কোনো পক্ষের সাথে কোন চুক্তি বা মালিকানা পরিবর্তনের প্রতিশ্রুতি প্রদান করবে না বা মালিকানা দাবি করবে না

৪। তফসিলে বর্ণিত জমি শুধুমাত্র জনস্বার্থে ঈদগাহের প্রয়োজনে ব্যবহার করা যাবে, ব্যক্তিগতভাবে জবরদখল বা ভোগদখল করা যাবেনা।

৫। উদ্ভূত কোন পরিস্থিতি, সমস্যা বা জটিলতার সৃষ্টি হলে উভয় পক্ষের উপস্থিতিতে বা উভয় পক্ষের প্রতিনিধির উপস্থিতি বা সংশ্লিষ্ট কমিটির বা কমিটির প্রতিনিধির উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসন করা যেতে পারে।

 

জমি জমার তফসীল

 

দ্বিতীয় পক্ষের স্বাক্ষর                                           প্রথম  পক্ষের স্বাক্ষর

 

 

সাক্ষীগণঃ