সিএম লাইসেন্স কি
সিএম এর অর্থ সার্টিফিকেশন মার্কস, বাধ্যতামূলক পণ্য অথবা স্বেচ্ছাপ্রণোদিত পণ্য উভয় ক্ষেত্রে একজন উৎপাদনকারী, মোড়কজাতকারী অথবা আমদানিকারক বাজারজাত করার উদ্দেশ্যে তাদের পণ্যের অনুকূলে বিএসটিআই সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স গ্রহণ করতে হয়।
বিএসটিআই লাইসেন্স আবেদন দাখিলের নিয়মাবলী
বিএসটিআই এর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার অথবা অন লাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে এসএমই শিল্প উদ্যোক্তাদের জন্য একটি ডেস্ক রয়েছে।
আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র জমাদিতে হয়-
১। উৎপাদন কারীর কারখানার ট্রেড লাইসেন্স
২। ব্র্যান্ডের ট্রেড মার্ক রেজিষ্ট্রেশন (প্রযোজ্য ক্ষেত্রে)
৩। আয়কর প্রত্যায়ন পত্র
৪। প্রিমিসেস লাইসেন্স (খাদ্য পণ্য উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য)
৫। মোড়ক বা লেবেল
[পণ্যের নাম, ব্রান্ড, ওজন/পরিমান, মূল্য, উপাদান, উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ, মান চিহ্ন, ব্যাচ নম্বর, কারখানার নাম ও ঠিকানা সম্বলিত]
বিএসটিআই লাইসেন্স আবেদন এর জন্য আবেদন দাখিলের নিয়মাবলী
বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত ১৯৪ টি পণ্যের অনুকূলে সনদ প্রাপ্তির জন্য উপরোক্ত কাগজ পত্রাদি দাখিল করা আবশ্যক।
ঐচ্ছিক (optional) পণ্যের অনুকূলে সনদ প্রাপ্তির জন্য উপরোক্ত কাগজ পত্রাদির সাথে নিম্নবর্ণিত প্রয়োজনীয় কাগজপত্রও দাখিল করা আবশ্যক।
১। কারখানার লেআউট
২। প্রসেস ফ্লো চার্ট
৩। মেশিনের তালিকা
৪। ল্যাব ইন্সুট্রুমেন্ট এর তালিকা
৫। সুক্ষ যন্ত্রপাতির ক্যালিব্রেশন
৬। মাননিয়ন্ত্রণ জনবলের তালিকা ও বায়োডাটা
৭। পূরণকৃত বিএসটিআই’র ইনিশিয়াল কোয়েশ্চেনিয়ার
সিএম সনদ অনুমোদন প্রক্রিয়া
আবেদন পত্র প্রাপ্তির পর সঠিক মত পাওয়া গেলে বিএসটিআই-এর পরিদর্শন কর্মকর্তা কর্তৃক ৬ দিনের মধ্যে কারখানা পরিদর্শন করা হয় এবং পণ্যের নমুনা সংগ্রহ করা হয়।
সংশ্লিষ্ট বিডিএস অনুযায়ী কারখানার পরিবেশ এবং পণ্য উৎপাদন প্রক্রিয়া সঠিক পাওয়া গেলে পণ্যের নমুনা সংগ্রহ করা হয় এবং বিএসটিআই-এর ল্যাবে পরীক্ষা করা হয়।
পরিদর্শন প্রতিবেদন ও নমুনা পরীক্ষার রিপোর্ট সংশ্লিষ্ট বিডিএস অনুযায়ী সন্তোষজনক পাওয়া গেলে বাধ্যতামূলক পণ্য সমূহের অনুকূলে মহাপরিচালক কর্তৃক অনুমোদনের পর ৩ বছরের জন্য সিডিউল অনুযায়ী সিএম ফি আদায় সাপেক্ষে সনদ প্রদান করা হয়।
বিএসটিআই লাইসেন্স ফি/ বিএসটিআই লাইসেন্স করতে কত টাকা লাগে?
নতুন আবেদন ফি টাঃ ১০০০.০০
নবায়ন আবেদন ফি টাঃ ৫০০.০০
বাৎসরিক লাইসেন্স ফি টাঃ ২০০.০০
ফলজাত পণ্যের জন্য বাৎসরিক মার্কিং ফি টাঃ ০.০৭% [সর্বনিম্ন টাঃ ১২৫০.০০]
অন্যান্য পণ্যের জন্য বাৎসরিক মার্কিং ফি টাঃ ০.১০% [সর্বনিম্ন টাঃ ১৮৭৫.০০]
বাৎসরিক মার্কিং ফি সর্বোচ্চ টাঃ ১৫,০০,০০০.০০
[সকল প্রকার ফি’র সাথে ১৫% ভ্যাট সংযুক্ত হবে।]
লাইসেন্স নবায়ন ও সার্ভিল্যান্স কার্যক্রম
প্রতি ৩ বছর পর লাইসেন্স নবায়ন করা হয়। এক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার ৩ মাস পূর্বেই নবায়নের জন্য উৎপাদনকারীকে আবেদন করতে হয়।
লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্য বৎসরে দুবার যথাক্রমে কারখানা ও বাজার হতে নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা করে উহার গুনগত মান যাচাই করা হয়।
সংশ্লিষ্ট বিডিএস অনুযায়ী পণ্যের গুনগত মান সন্তোষজনক পাওয়া না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কারণ দর্শানো ও প্রয়োজনে লাইসেন্স স্থগিত করা হয়।
বিএসটিআই কর্তৃক অনুমোদন ব্যতিত বা নিম্নমানের কোন পণ্য বাজারজাত করলে বাজরজাতকারী ঐ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
মোবাইল কোর্ট পরিচালনা
বিএসটিআই অধ্যাদেশ (৩৭)-১৯৮৫ এর ক্ষমতাবলে বিএসটিআই কর্তৃক পণ্যের ভেজালরোধে ও নিম্নমানের পণ্য বা অবৈধভাবে পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়ে থাকে।
ওজন ও পরিমাপে কম দিলে বা পণ্যের মোড়কে সঠিক তথ্য প্রদান না দেয়া হলে বিএসটিআই ওজন ও পরিমাপ অধ্যাদেশ-১৯৮২ ও পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা-২০০৭ আইনে অপরাধীকে শাস্তি দেয়া হয়ে থাকে।
এছাড়াও মহামান্য হাইকোটের নির্দেশে বিএসটিআই কর্তৃক নিজ দায়িত্বের পাশাপাশি বাজারের ফল, মাছ, মাংশ-তে ভেজাল আছে কিনা তা পরীক্ষাসহ বিভিন্ন সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে ভেজালকারীকে/ অপরাধীকে শাস্তি প্রদান করা হয়ে থাকে।
রফিক তার রুটি এবং বিস্কুটের জন্য BSTI থেকে অনুমোদন পেল যেভাবে
আবেদন ফরম যথাযথভাবে পুরন করে নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে । আবেদন ফি প্রাদানের পর সমস্ত কাগজপত্রগুলো একত্র করে BSTI এর One Stop Service Center এ জমা প্রদান করতে হবে । সেখান থেকে তারা আপনাকে একটি Confirmation শ্লিপ প্রদান করবে ।এরপর সাধারণত ১-২ মাসের মধ্যে BSTI কর্মকর্তারা আপনার কারখানা পরিদর্শন করবে । সেখানে গিয়ে তারা আপনার কারখানার উৎপাদিত পন্য থেকে কিছু পন্য স্যাম্পল হিসবে সিল করবে এবং আপনার কারখানার আনুসাংগিক বিষয়গুলো যাচাই করে দেখবে ।
এরপর আপনাকে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত টেস্টিং ফি প্রদানপূর্বক তাদের সিলকৃত পুনরায় BSTI এর One Stop Service Center এ গিয়ে জমা প্রদান করতে হবে ।এরপর BSTI ল্যাবে আপনার পন্যের পরীক্ষা করা হবে এবং মান যাচাই করা হবে । BSTI এর নির্ধারিত মানের সাথে যদি আপনার উৎপাদিত পন্যের মান সামঞ্জস্যপূর্ণ হয় তবে তারা আপনাকে চূরান্ত লাইসেন্সের জন্য জানাবে।
চূড়ান্ত লাইসেন্স ফি প্রাদানের মাধ্যমে আপনি পেয়ে জাবেন BSTI এর লাইসেন্স।
⇒video তে দেখুন বিস্তারিত-