[ Joe Luft, Ges Harry Ingham নামের দু’জন খ্যাতনামা মনোবিজ্ঞানী মানুষের সচেতনতা ও জ্ঞানের স্তর বিন্যাস করতে গিয়ে ১৯৫৫ সালে ৪ টি প্রকোষ্টের কথা বলেন। JOHARI হলো তাদের দু’জনের নামের সংক্ষেপিত রুপ অর্থাৎ JOE ও HARRY মিলে JOHARI এবং তাদের নামানুসারেই ৪ প্রকোষ্টের ধারনাটিই JOHARI WINDOW বা জোহারী জানালা নামে অভিহিত করা হয় ]
প্রতিটি মানুষের মধ্যে প্রতিভা রয়েছে। এই প্রতিভা উম্মোচনের জন্য প্রয়োজন সচেতনতা এবং পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান । আমরা একজন ব্যক্তি সম্পর্কে ততটুকুই জানি যতটুকু সে আমাদের জানতে দেয় । এর কিছুটা তার গুন কিছুটা তার দোষ। কিন্তু তার চাইতে ও আরো বেশী কিছু গুন তার থাকতে পারে তা আমরা জানিনা। কোন কোন ক্ষেত্রে সে নিজে ও সচেতনভাবে জানেনা । আমরা একজন মানুষের এই জ্ঞান বা সচেতনতাকে নীচের চারটি ভাগে ভাগ করতে পারি–
জোহারি উইন্ডো মডেল
বিষয় | আমি জানি | আমি জানিনা |
অন্যরা জানে | ফ্রি এরিয়া | ব্লাইন্ড এরিয়া |
অন্যরা জানেনা | সিক্রেট এরিয়া | ডার্ক এরিয়া |
- নিজের এবং অপরের জানা বিষয় সমূহ (ফ্রি এরিয়া)
- নিজের জানা কিন্তু অন্যের অজানা বিষয় সমূহ (সিক্রেট এরিয়া)
- নিজের অজানা ও অপরের জানা বিষয় বিষয় সমুহ (ব্লাইন্ড এরিয়া)
- নিজের ও অপরের অজানা বিষয় সমূহ (ডার্ক এরিয়া)
- ফ্রী এরিয়াঃ আত্বউম্মোচন ও ফিডব্যাকের ফ্রী এরিয়াকে প্রসারিত করা যায় ।
- সিক্রেট এরিয়াঃ তথ্য বিনিময়ের মাধ্যমে সিক্রেট এরিয়া সংকুচিত হতে পারে ।
- ব্লাইন্ড এরিয়াঃ ফিডব্যাকের মাধ্যমে ব্লাইন্ড এরিয়ার পরিধি কমিয়ে আনা যায় ।
- ডার্ক এরিয়াঃ ফিডব্যাক ও উম্মুক্ত আলোচনার মাধ্যমে ডার্ক এরিয়া কমিয়ে আনা যায় ।
একজন সফল ব্যবসায়ীকে নিজের গুন সম্পর্কে আরো বেশী সচেতন হতে হবে । সেই সংগে অপরের সাথে আরো বেশী মিশতে হবে যাতে অন্যেরা আপনার সম্পর্কে আরো বেশী জানার সুযোগ পায় । একজন সফল উদ্যোক্তার লক্ষ্যই হবে ফ্রি এরিয়ার পরিধি বৃদ্ধি করা। জোহারী উইন্ডো জোহারী উইন্ডো