ব্যবসার ক্ষেত্রে নারী উদ্যোক্তা ‘দের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বাঁধা সমূহ
ক। ব্যক্তিগত বাঁধাসমূহঃ
- ব্যবসা সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা/দক্ষতার অভাব
- ব্যবসা পরিচালনা ও হিসাব নিকাশে দক্ষতার অভাব
- স্থানীয় সম্পদ সম্পর্কে না জানা এবং স্থানীয় সম্পদের সুবিধা গ্রহন করতে না পারা
- পরনির্ভরশীল মানসিকতা
- অন্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রক্ষা না করা এবং তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ না নেয়া
- নতুন বা বিকল্প বাজার সৃষ্টি করতে না পারা
- নেতৃত¦ গ্রহনে ও দানে অনীহা এবং দক্ষতার অভাব
- ব্যবসা পরিকল্পনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন হাতে না থাকা
- ব্যবসা সম্পর্কে জ্ঞান ও সচেতনতার অভাব
খ। পারিবারিক বাঁধাসমূহ
- ব্যবসাকে পরিবারের সদস্যরা ভাল চোখ দেখেনা
- কাঁচামাল ক্রয় ও পন্য বিক্রয় করতে গেলে পরিবার থেকে বাজারে যেতে দিতে চায়না
- ব্যবসার প্রায় সকল বেচাকেনা পুরুষেরা করে
- যে কোন ব্যপারে সিদ্ধাšত গ্রহনের ক্ষেত্রে পুরুষেরাই প্রাধান্য বিতার করে
- সম্পদে নারীর প্রবেশাধিকার ও কর্তৃত্ব না থাকায় পুঁজি গঠন করা যায় না
- পারিবারের প্রাত্যহিক কাজে সিদ্ধাšত গ্রহনের ক্ষেত্রে নারীর অংশ গ্রহনের সুযোগ কম
- পরিবারে নারীর ব্যবসার অনুকূল পরিবেশ কম
- পারিবারিক সচেতনতার অভাব ও নারী–পুরুষ বৈষম্য
গ। সামাজিক বাঁধাসমূহ
- নারীদের ব্যবসা করাকে সমাজের লোকজন ভাল চোখে দেখেনা
- নেতৃত্ব দানের ও গ্রহনের ক্ষেত্রে সুযোগ কম ও অনীহা
- পন্য বিক্রির জন্য দূরবর্তী বাজারে যেতে না পারা
- সামাজিক সিদ্ধাšত গ্রহন প্রক্রিয়ায় নারীর অংশ গ্রহনের সুযোগ কম
- সচেতনতা ও সামাজিক নিরাপত্তা ও অভাব
- নারী– পুরুষের সামাজিক বৈষম্য অথ্যাৎ নারীকে পুরুষের মত সম্মান, মর্যাদা ও গুরুত্ব না দেয়া
ব্যবসার ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের বাঁধা সমূহ উত্তরনের উপায়ঃ
ক। ব্যক্তিগত বাঁধাসমূহ উত্তরনের উপায়ঃ
- ব্যবসা সম্পর্কে মনোযোগী ও সচেতন হওয়া
- ব্যবসায়িক দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা
- ব্যবসা পরিচালনার হিসাব সংরক্ষন করা
- স্থানীয় সম্পদ সম্পর্কে খোজ খবর রাখা এবং এর সুযোগ সুবিধা গ্রহনে উদ্যোগী হওয়া
- এনজিও এবং ব্যাংক থেকে বিকল্প পুজি গ্রহনে উদ্যোগী হওয়া
- অন্যান্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রক্ষা ও পরামর্শ সহায়তা গ্রহন করা
- অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে কাজের উদ্যোগ নেয়া
- ব্যবসা পরিচালনা, ব্যবস্থাপনা, নিয়šত্রন, ব্যবসা কেন্দ্রিক সিদ্ধাšত নিজে নেয়া এবয় তা বাতবায়নে উদ্যোগী হওয়া
- বিকল্প বাজার সৃষ্টিতে উদ্যোগী হওয়া
খ। পারিবারিক বাঁধাসমূহ উত্তরনের উপায়ঃ
- ব্যবসা সংক্রাšত কেনা কাটা নিজে করা
- পারিবারিক বিভিন্ন কাজের পরিকল্পনা করা ও নেতৃত্ব দেয়া
- পারিবারিক সচেতনতা সৃষ্টির জন্য ব্যবসার উপকারিতা সম্পর্কে পরিবারের অন্যান্য সদস্যদেও বুঝানো এবং তাদের পরামর্শ শুনা যাতে কওে তারা বুঝতে পারে যে আপনি তাদের কথার খুব মূল্য দিচ্ছেন। এতে করে পরিবারে ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টি হতে পারে ।
- সম্পদের উপর নারীদের প্রবেশাধিকার ও নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করা এবং নারী–পুরুষের ন্যায্যতার সম্পর্ক প্রতিষ্ঠা করা
গ। সামাজিক বাঁধাসমূহ উত্তরনের উপায়ঃ
- ব্যবসার ভাল দিক / উপকারিতা সম্পর্কে পাড়া প্রতিবেশী মুরুব্বিদের সাথে আলাপ করা, বুঝানো, তাদেও পরামর্শ সহযোগীতা চাওয়া । এতে সমাজে নারীদের ব্যবসার অনুকূল পরিবেশ তৈরী হয় ।
- সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠনের উদ্যোগ নেয়া
- সামাজিক বিভিন্ন কাজের পরিকল্পনা করা ও নেতৃত্ব দেয়া
- ব্যবসায়ীদের সামাজিক ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও যোগসূত্র স্থাপন কর ব্যবসার ক্ষেত্রে নারী উদ্যোক্তাব্যবসার ক্ষেত্রে নারী উদ্যোক্তা