বিসমিল্লাহির রাহমানির রাহিম
মোটর সাইকেল বিক্রয় চুক্তিপত্র
নাম:………….., পিতা:…………………ঠিকানা:………………. জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।
প্রথম পক্ষ / বিক্রেতা ॥
নাম:………….., পিতা:…………………ঠিকানা:………………. জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।
দ্বিতীয় পক্ষ / ক্রেতা ॥
পরম করুণাময় আল্লাহ তায়ালার পবিত্র নাম স্মরণ করিয়া মটর সাইকেল বিক্রয়ের চুক্তিনামা লেখা আরম্ভ করিলাম। আমি বিক্রেতা ১ম পক্ষ আমার ক্রয়কৃত *****১৫০ঈঈ মটর সাইকেলটি বিক্রয়ের প্রস্তাব করিলে আপনি দলিল গ্রহিতা উহা ক্রয়ের আগ্রহ প্রকাশ করিলে আপনার প্রস্তাবকৃত মূল্য ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা নগদ বুঝিয়া নিয়া অত্র হাজিরান মজলিশে নিম্ন লিখিত স্বাক্ষীগণের মোকাবেলায় নিজ নাম সহি করিয়া দিলাম।
চলমান পাতা- ২
(পাতা-২)
উল্লেখ্য থাকে যে, আমি ১ম পক্ষ বিক্রেতা অদ্য হইতে উক্ত মটর সাইকেল খানার উপর কোন দাবী-দাওয়া করিতে পারিব না। আমি ও আমার কোন ওলী ওয়ারিশগণ যদি উক্ত মটর সাইকেল খানার উপর কোন প্রকার দাবী-দাওয়া করে, তাহলে ২য় পক্ষ আমার বিরুদ্ধে যেকোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন।
প্রকাশ থাকে যে, উক্ত গাড়ীটি আমার মালিকানাধীন থাকা কালে কোন মামলা মোকদ্দমা কিংবা ব্যাংকে কোন মর্টগেজ ছিল না। ভবিষ্যতে যদি এইরূপ কোন কিছু প্রকাশ পায়, তাহা হইলে আমি প্রথম পক্ষ সর্ব আইন আদালতে দায়ী থাকিব এবং নিজ দায়িত্বে সমাধান করিয়া দিতে বাধ্য থাকিব। অদ্য ১৯/০৪/২০২০ইং তারিখ হইতে আমি দ্বিতীয় পক্ষ উল্লিখিত গাড়ীটির সমস্ত দায়দায়িত্ব বহন করিব, কোন ভাবেই প্রথম পক্ষকে দায়ী করা যাইবে না। আরো উল্লেখ্য থাকে যে, উক্ত গাড়ীটির রেজিস্ট্রেশন/নামকরণ করিতে সমস্ত খরচ ২য় পক্ষ বহন করিবে এবং ১ম পক্ষ/বিক্রেতা রেজিস্ট্রেশন/নামকরণ করিতে সবধরনের সহযোগিতা করিতে বাধ্য থাকিবেন।
গাড়ীর বর্ণনা
রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ল—-, যাহার চেচিস নং- ত০এডই৫৫, ইঞ্জিন নং উঐত, প্রস্তুত কারক- ইঅঔঅঔ, অশ্বশক্তি-১৫০ সিসি, রং-কালো/সাদা, মডেল- ***** ২০১৬।
চলমান পাতা-৩
(পাতা-৩)
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, সরল মনে, অন্যের বিনা প্ররোচনায় অত্র বিক্রি দলিল পাঠ করিয়া ও পাঠ করাইয়া, শুনিয়া, উহার সম্যক মর্ম ভালভাবে অবগত হইয়া বিক্রির সমুদয় টাকা নগদ হাতে হাতে বুঝিয়া পাইয়া উপস্থিত স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় দলিল আমরা ক্রেতা বিক্রেতা উভয় সহি সম্পাদন করিলাম। ইতি, তারিখঃ- ১৯/০৪/২০২০ইং
স্বাক্ষীগণের স্বাক্ষরঃ
১।
২।
৩।
১ম পক্ষ বিক্রেতার স্বাক্ষর
২য় পক্ষ ক্রেতার স্বাক্ষর