জোহারী উইন্ডো : জোহারি উইন্ডো মডেল

জোহারী উইন্ডো

[ Joe Luft,  Ges Harry Ingham নামের দুজন খ্যাতনামা মনোবিজ্ঞানী মানুষের সচেতনতা জ্ঞানের স্তর বিন্যাস করতে গিয়ে  ১৯৫৫ সালে টি প্রকোষ্টের কথা বলেন। JOHARI হলো তাদের দুজনের নামের সংক্ষেপিত রুপ অর্থাৎ JOE HARRY মিলে JOHARI এবং তাদের নামানুসারেই প্রকোষ্টের ধারনাটিই JOHARI WINDOW বা জোহারী জানালা নামে অভিহিত করা হয় ]

প্রতিটি মানুষের মধ্যে প্রতিভা রয়েছে। এই প্রতিভা উম্মোচনের জন্য প্রয়োজন সচেতনতা এবং পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান আমরা একজন ব্যক্তি সম্পর্কে ততটুকুই জানি যতটুকু সে আমাদের জানতে দেয় এর কিছুটা তার গুন কিছুটা তার দোষ। কিন্তু তার চাইতে আরো বেশী কিছু গুন তার থাকতে পারে তা আমরা জানিনা। কোন কোন ক্ষেত্রে সে নিজে সচেতনভাবে জানেনা আমরা একজন মানুষের এই জ্ঞান বা সচেতনতাকে নীচের চারটি ভাগে ভাগ করতে পারি– 

জোহারি উইন্ডো মডেল

বিষয় আমি জানি আমি জানিনা
অন্যরা জানে ফ্রি এরিয়া ব্লাইন্ড এরিয়া
অন্যরা জানেনা সিক্রেট এরিয়া ডার্ক এরিয়া
  • নিজের এবং অপরের জানা বিষয় সমূহ  (ফ্রি এরিয়া)
  • নিজের জানা কিন্তু অন্যের অজানা বিষয় সমূহ (সিক্রেট এরিয়া)
  • নিজের অজানা অপরের জানা বিষয় বিষয় সমুহ (ব্লাইন্ড এরিয়া)
  • নিজের অপরের অজানা বিষয় সমূহ (ডার্ক এরিয়া)
  • ফ্রী এরিয়াঃ আত্বউম্মোচন ফিডব্যাকের ফ্রী এরিয়াকে প্রসারিত করা যায়
  • সিক্রেট এরিয়াঃ তথ্য বিনিময়ের মাধ্যমে সিক্রেট এরিয়া সংকুচিত হতে পারে
  • ব্লাইন্ড এরিয়াঃ ফিডব্যাকের মাধ্যমে ব্লাইন্ড এরিয়ার পরিধি কমিয়ে আনা যায়
  • ডার্ক এরিয়াঃ ফিডব্যাক উম্মুক্ত আলোচনার মাধ্যমে ডার্ক এরিয়া কমিয়ে আনা যায়

একজন সফল ব্যবসায়ীকে নিজের গুন সম্পর্কে আরো বেশী সচেতন হতে হবে সেই সংগে অপরের সাথে আরো বেশী মিশতে হবে যাতে অন্যেরা আপনার সম্পর্কে আরো বেশী জানার সুযোগ পায় একজন সফল উদ্যোক্তার লক্ষ্যই হবে ফ্রি এরিয়ার পরিধি বৃদ্ধি করা। জোহারী উইন্ডো জোহারী উইন্ডো

Leave a Comment