মুদি দোকান ডেকোরেশন ডিজাইন ও পণ্য সাজানোর কৌশল

মুদি দোকান ডেকোরেশন ডিজাইন

দোকানে পণ্য সাজানোর ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপ রয়েছে। লক্ষ্যনীয় বিষয় হচ্ছে-

  • ক্রেতা যেন দোকানে এসে স্বাচ্ছন্দ বোধ করে ।
  • দোকানটির সাজ ও আসবাব এমন হতে হবে যাতে দোকানে একটি সুন্দর পরিবেশের আবির্ভাব ঘটে ।
  • পন্যটি এমনভাবে প্রদর্শন করতে হবে যাতে ক্রেতা এটি সহজেই দেখতে পায় এবং পর্যবেক্ষন ও করতে পারে ।
  • যতদূর সম্ভব পন্যটি ক্রেতার চোখ বরাবর প্রদর্শন করতে হবে যাতে এটি ক্রেতার দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়।
  • দোকানটির সামনের দিকাটিকে আকর্ষনীয় জিনিস দিয়ে সাজাতে হবে যাতে দোকনের প্রতি আকর্ষিত হয়ে দুরকমের ক্রেতাই দোকােন চলে আসে-নিয়মিত যারা কিনে থাকে এবং যারা সম্ভাব্য ক্রেতা তারাও ।
  • দোকানের ভিতরে স্বাচ্ছন্দে চলাচলের জন্য যতেষ্ট জায়গা থাকতে হবে যাতে ক্রেতার চলার পথে কোন বাধা না পড়ে ।
  • পন্যগুলো সুন্দর ভাবে সাজানোর জন্য প্রয়োজন মত তাক ব্যবহার করতে হবে ।
  • দোকানটির ভিতরটিকে আকর্ষনীয় রং দিয়ে সাজালে একটি উৎফুল্ল পরিবেশের সৃষ্টি হবে যেখানে কেনা কাটা করতে ক্রেতার ভালো লাগবে ।
  • ক্যাশ কাউন্টারটি একটি নিরাপদ স্থানে বসাতে হবে ( যেমন এটা যেন দরজার কাছাকাছি না হয়) এবং বিক্রির লেনদেনের কাজটি দ্রুত সম্পাদন করতে হবে ।
  • পন্যের ষ্টোর ক্রেতার দৃষ্টির বাইরে হতে হবে ।
  • ষ্টোরের ব্যবস্থা এমন হতে হবে যাতে সহজেই পন্যগুলো সেখান থেকে বের করে আনা যায় ।
  • এটা আবশ্যক নয় যে দোকানে ক্রেতার বসার ব্যবস্থা থাকতে হবে- তবে বিক্রয় প্রতিনিধির বসার ব্যবস্থা থাকতে হবে ।
  • প্রতিটি প্রদর্শিত পণ্যতে মূল্য থাকেতে হবে ।
  • দোকানের সামগ্রিক চেহারা ছিমছাম এবং পরিপাটি হতে হবে ।

যে পন্য প্রর্দশতি হবে সটো অবশ্যই পরস্কিার পরচ্ছিন্ন এবং বিক্রয় যোগ্য অবস্থায় থাকতে হবে

মুদি দোকান ডেকোরেশন ডিজাইন

বাকীতে বিক্রির বিবেচ্য বিষয়াবলী

  • যে কোন দ্রব্য/সেবা ক্রয়ের বিনিময়ে নগদ এবং বাকী প্রদানের ব্যাপারে সব ব্যবসায়ীদের অবশ্যই একটি নীতিমালা থাকা উচিৎ।
  • এই নীতিমালাটি ব্যবসার লেনদেন সম্পর্কিত সব কাগজ পত্রের উপর সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • ব্যবসাটি যে জায়গায় অবস্থিত সেখানে প্রদর্শন করতে হবে ।
  • যে সব ক্রেতার অধিক পরিমানে দ্রব্য এবং মালামাল কিনে থাকে তাদেও জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকা উচিৎ ।
  • বাকীতে বিক্রির ব্যাপারে ক্রয়ের এক সপ্তাহের মধ্যে ক্রেতাকে ইনভয়েস পাঠানো ভালো ।
  • নতুন ক্রেতার বাকীতে মাল কেনা বেচার অভ্যাস কি রকম তা জানেন কি ?
  • যেখানে প্রযোজ্য, সেখানে আপনার ক্রেতার ব্যাংকের সাথে যোগাযোগ করে তার লেনদেনের দক্ষতা সম্পর্কে তথ্য নিন।
  • সকল প্রকার লেনদেন নগদ অর্থে করার চেষ্টা করুন। চোকের স্থলে নগদ অর্থে পেমেন্ট হলে ডিসকাউন্টের ঘোষনা দিন
  • প্রতি মাসে বিক্রেতাকে সে সব ক্রেতার নাম লিখে রাখা উচিৎ যার কাছে সে টাকা পায় ।
  • এই বাকীর পরিমান এবং বকেয়ার সময় লিখে রাখা আবশ্যক ।
  • যারা দেরীতে হিসাব পরিশোধ করে তাদের জন্য কিছুটা অতিরিক্ত প্রদানের ব্যবস্থা রাখা ভালো।
  • ব্যক্তিগতভাবে সে সব ক্রেতাদের কাছে গিয়ে কথা বলা উচিৎ যারা হিসাব পরিশোধের ব্যপারে দু’মাসের বেশী সময় নেয়।

 

Leave a Comment