ব্যবসায়ী লোন এর জন্য আবেদন এর প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩

ব্যবসায়ী লোন কি?

সাধারণভাবে ব্যবসায়ীদেরকে যে লোন দেয়া হয় তাকেই ব্যবসায়ী লোন বলে। ব্যবসায়ী লোন পেতে হলে আপনাকে একজন ব্যবসায়ী হতে হবে। আর যিনি ব্যবসায়ী তার অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকলেই একমাত্র তাকেই ব্যবসায়ী বলা যাবে। সাধারণত ব্যবসায়ীদেরকে তার ব্যবসার পরিসর বড় করার জন্য লোন এর ওপর নির্ভর করতে হয়। সঠিক নিয়ম কানুন না জানার কারণে অনেক সময় ব্যবসায়ী লোন পেতে দারুন ঝামেলা পোহাতে হয়। জেনে নিন ব্যবসায়ী লোন পাওয়ার ক্ষেত্রে আপনার কি কি শর্ত পালন করতে হবে। কি কি কাগজপত্র প্রস্তুত করতে হবে এবং বাংলাদেশের কোন কোন ব্যাংক ব্যবসায়ীদেরকে সহজশর্তে, কম সুদে ঋণ দিয়ে থাকে।

ব্যবসায়ী লোন  আবেদন

লোনের জন্য আবেদন এর জন্য এসএমই উদ্যোক্তাদের সুবিধার্থে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক লোন প্রদানে ঋণ আবেদনকারীদের কাছ থেকে যেসব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থাকে তার একটি চেকলিষ্ট প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশে সাধারণত যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়ী লোন প্রদান করে থাকে সেগুলো হলো

personal loan bd: meet the crisis at your tuff time

ব্যবসায়িক লোন

এক্ষেত্রে বলা প্রয়োজন যে, খণ প্রদানের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালার আলোকে সগ্রিষ্ট কর্মকর্তাগণ কর্তৃক নেয়া হয়ে থাকে । এ চেকলিষ্ট বা তালিক  ব্যাংক লোন গ্রহণে আগ্রহী উদ্যোক্তাদের এ ক্ষেত্রে পূর্ব প্রস্তুতিতে সহায়ক হতে পারে-

  • যথাযথভাবে পূরণকৃত খণ আবেদনপত্র
  • নবায়নকৃত ট্রেড লাইসেন্স
  • ব্যবসায় প্রতিষ্ঠানের নামে ব্যাংকে চলতি হিসাব ।
  • জাতীয় পরিচয়পত্র ।
  • ড্রাগ লাইসেন্স (ঔষধ ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য)।
  • বিএসটিআই সার্টিফিকেট (খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে )।
  • ডিসির অনুমোদন (ডিজেল ও এসিড ব্যবসার ক্ষেত্রে)।
  • পেট্রোবাংলার সার্টিফিকেট (ডিজেল ও অকটেন ব্যবসার ক্ষেত্রে)।
  • বিগত ১ থেকে ৩ বৎসরের ব্যাংক প্রতিবেদন (বিভিন্ন ব্যাংকের চাহিদা ভিন্ন) ।
    দোকান/ঘর ভাড়া চুক্তিনামা।
  • পজিশনের দলিল।
  • টিআইএন সার্টিফিকেট ।
  • ভ্যাট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) ।
  • বিদ্যুৎ বিল।
  • টেলিফোন বিল।
  • সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ।
  • কর্মচারীদের নাম, পদবী এবং মাসিক বেতনের তালিকা ।
  •  সার্টিফিকেট (আমদানি ও রপ্তানি ব্যবসার ক্ষেত্রে)।
  • মজুদ মাল ও তার বর্তমান মূল্যের তালিকা ।
  • স্থায়ী সম্পদের তালিকা ও মূল্য ।
  • দেনাদারের তালিকা ।
  • পাওনাদারের তালিকা ।
  • বর্তমানে অন্য কোথাও ঋণ থাকলে তার বিবরণী ।
  • বাংলাদেশ ব্যাংকের ০১ রিপোর্ট, এখানে উল্লেখ্য যে, এই রিপোর্টের ফরম সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানই উদ্যোক্তাকে সরবরাহ করে এবং উদ্যোক্তা উক্ত ফরম যথাযথভাবে পূরণ করে দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক থেকে রিপোর্ট সংগ্রহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ।
  • খণের আবেদনকারী এবং গ্যারান্টার উভয়ের পাসপোর্ট সাইজ ছবি। এখানে উল্লেখ্য যে, আর্থিক
    প্রতিষ্ঠানসমূহ তাদের প্রয়োজন অনুযায়ী একাধিক গ্যারান্টার নিতে পারেন। অনেক প্রতিষ্ঠানই মূল গ্যারান্টোরের অতিরিক্ত গ্যারান্টার হিসেবে পরিবাররের সদস্যকে গ্যারান্টার হিসেবে নিয়ে থাকে । গ্যারান্টার ব্যবসায়ী হলে তার ট্রেড লাইসেন্স ও  রির্পোট |
  • ব্যবসার বিগত ১ বৎসরের বিক্রয় ও আর্থিক বিবরণী ।

How to get a probashi kallyan bank loan easily ! (online process)

 

2 thoughts on “ব্যবসায়ী লোন এর জন্য আবেদন এর প্রয়োজনীয় কাগজপত্র ২০২৩”

Leave a Comment