কোম্পানি রেজিস্ট্রেশন করব কিভাবে?

কোম্পানি নিবন্ধন কি?

একজন উদ্যোক্তা যখন পাবলিক প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তাকে প্রথমেই কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয়। কোম্পানি রেজিস্ট্রেশন বা নিবন্ধনের প্রথম ধাপ হলো নামের ছাড়পত্র। নতুন প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে) নিয়ে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও ফি সহ নির্ধারিত আবেদন ফর্মের মাধ্যমে আবেদন করবেন। যদি পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানিভিত্তিতে ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন, তখন রেজিস্ট্রার অব
জয়েন্ট স্টক কোম্পানিতে গিয়ে প্রথমে আপনার প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র নিতে হবে ।

কোম্পানির নামের ছাড়পত্র

ধাপ-১ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নামের
ছাড়পত্রের জন্য আবেদন করতে হবে।

ধাপ-২ নির্দিষ্ট ব্যাংকে নামের ছাড়পত্রের ফি জমা দিতে হবে ।

ধাপ-৩ নামের ছাড়পত্রের আবেদন এবং ফি প্রাপ্তি সাপেক্ষে রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস

নতুন প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র প্রদান করবে (যদি এই নামে পূর্বে কোন ছাড়পত্র প্রদান না করা হয়ে থাকে)

ধাপ-৪ নামের ছাড়পত্র ইস্যুর তারিখ হতে ১৮০ দিন পর্যন্ত কার্যকর থাকে । এই সময়ের মধ্যে রেজিক্ট্রেশনের
জন্য আবেদন করতে হবে।

কোম্পানি নিবন্ধনের শর্ত

ধাপ-১ নামের ছাড়পত্র পাবার পর প্রয়োজনীয় কাগজপত্র, নির্ধারিত ফরম ও সিডিউল এবং প্রযোজ্য ফিসসহ রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন । এক্ষেত্রে-
(ক) মেমরান্ডাম ও আর্টিকেল অফ এ্যাসোসিয়েশন তৈরি করতে হবে
(খ) ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে;
(গ) নির্দিষ্ট ব্যাংক রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে ।

ধাপ-২ রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস নিম্নের বিষয়াদির উপর সন্তুষ্টি সাপেক্ষে সার্টিফিকেট
অব ইনকরপোরেশন ইস্যু করে থাকে
(ক) প্রস্তাবিত নামের ছাড়পত্র প্রাপ্তিঃ
(খ) নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য আবেদন;
(গ) মেমোরেন্ডাম ও আর্টিক্যালস অব এসোসিয়েশন, নির্ধারিত ফরম, সিডিউল ইত্যাদি তৈরী এবং জমা:
(ঘ) আবেদন ফি জমা ।

ধাপ-৩ প্রাইভেট ও পাবলিক কোম্পানী রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াঃ
(ক) রেজিষ্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস এর হোম পেজের রেজিস্ট্রেশন হেডিং এর
আওতায় (Apply for registration)  এ ক্লিক করতে হবে;
(খ) প্রতিষ্ঠানের ধরণ (প্রাইভেট কোম্পানী/পাবলিক কোম্পানী) সিলেক্ট করতে হবে;
(গ) নামের ছাড়পত্রের জমার নম্বর এবং পত্রের নম্বর পূরণ করতে হবে । এরপর continue বোতামে
চাপ দিলে রেজিষ্ট্রেশন আবেদনের পাতাটি আসবে;
(ঘ) নির্ধারিত ফরমসমূহ যথাযথভাবে পূরণ করতে হবে
(ড) মেমোরেন্ডাম অব এসোসিয়েশন (০/১) অন্তর্ভুক্ত করতে হবে;
(চ) আর্টিকেলস অব এসোসিয়েশন অন্তর্ভুক্ত করতে হবে;
(ছ) MOA & AOA অন্তর্ভূক্ত তথ্যসমূহ ভালভাবে দেখে চূড়ান্ত করতে হবে ।
(জ) সবশেষে submit বোতামে ক্রিক করতে হবে এবং continue বোতামে ক্রিক করে নির্ধারিত ফি
প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হতে হবে।

নামের ছাড়পত্রের ফিঃ

প্রতিটি প্রস্তাবিত নামের জন্য ফি ৬০০ টাকা

স্ট্যাম্পঃ

স্ট্যাম্প

রেজিস্ট্রেশন ফিঃ

রেজিস্ট্রেশন ফি

ভিডিওতে দেখুন বিস্তারিত

Leave a Comment