প্রকল্প বলতে কি বুঝ
নির্দিষ্ট লক্ষ্য, উদ্দেশ্য ও ফলাফলকে সামনে রেখে নির্দিষ্ট সময় ও যোগানের মাধ্যমে একটি প্রকল্প সম্পাদন করা হয়।
প্রকল্পের উদ্দেশ্য SMART হতে হবে। অর্থাৎ
- সুনির্দিষ্ট (Specific),
- পরিমাপযোগ্য (Measurable),
- অর্জনযোগ্য (Achievable),
- প্রাসঙ্গিক (Relevant),
- সময়াবদ্ধ (Time-bound) হতে হবে।
প্রকল্প কয় প্রকার ও কি কি
বিনিয়োগ প্রকল্প:
- সরকারের নিজস্ব অর্থায়ন
- উন্নয়ন সহযোগীর অর্থায়ন
- সরকার ও উন্নয়ন সহযোগীর যৌথ অর্থায়নে সরকারি প্রকল্প
- সংস্থার নিজস্ব অর্থায়ন
কারিগরি সহায়তা প্রকল্প:
- উন্নয়ন সহযোগী/সরকার/উভয়ের যৌথ অর্থায়নে সরকারি প্রকল্প
- উন্নয়ন সহযোগীর অর্থায়নে আঞ্চলিক প্রকল্প
- উন্নয়ন সহযোগীর অর্থায়নে প্রাইভেট সেক্টরে
জরিপ/সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প
প্রকল্পের প্রকারভেদ
বিনিয়োগ প্রকল্প:
যেসব প্রকল্প বাস্তবে দৃশ্যমান যেমন শিল্পপার্ক, বিদ্যুত কেন্দ্র, রাস্তা,মহাসড়ক, ব্রিজ,কালভার্ট ইত্যাদি নির্মাণ এই প্রকল্পের অন্তর্ভূক্ত।
কারিগরি সহায়তা প্রকল্প:
প্রতিষ্ঠানের দক্ষতা, প্রযুক্তির হস্তান্তর, মানবসম্পদের উন্নয়নকল্পে গৃহীত প্রকল্প। কনসালটেন্সি, স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, বিশেষজ্ঞদের দ্বারা গৃহীত সেবা এই প্রকল্পের অন্তর্ভূক্ত।
প্রকল্পের ফরমেট
বিনিয়োগ প্রকল্প
- ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রফর্মা/প্রপোজাল (ডিপিপি)
কারিগরি সহায়তা প্রকল্প
- টেকনিক্যাল অ্যাসিস্টেন্স প্রজেক্ট প্রফর্মা/প্রপোজাল (টিপিপি)
জরিপ/সমীক্ষা প্রকল্প
- ফিজিবিলিটি স্টাডি প্রজেক্ট প্রফর্মা/প্রপোজাল (এফ এস পি)
প্রকল্পের প্রধান বৈশিষ্ট্যসমূহ ও গুরুত্ব কি
- বাস্তবায়নকারী সংস্থা নির্ধারিত ছকে ডিপিপি প্রণয়ন করবে। বৈদেশিক সহায়তার সংশ্লেষ থাকলে ইংরেজিতে এবং সম্পূর্ণ সরকারি অর্থায়নের ক্ষেত্রে বাংলায় ডিপিপি প্রণয়ন করতে হবে।
- স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা, নীতি ও কৌশলের সাথে সংগতি যেমন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, মন্ত্রণালয়/বিভাগের নীতি বাস্তবায়ন ইত্যাদি।
- সম্পদ (এমটিবিএফ)প্রাপ্তি বিবেচনা
- সমজাতীয় প্রকল্পের ফলাফল বিবেচনা ও দ্বৈততা পরিহার
- প্রকল্পের ব্যয় প্রাক্কলনের যথার্থতা
- দারিদ্র্য নিরসন ও আঞ্চলিক বৈষম্য দূরীকরণ
- পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য ক্ষেত্রের উপর প্রভাব বিশ্লেষণ
- প্রকল্পের মেয়াদকাল সাধারনত ০৩ বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়।
- প্রকল্পের আওতায় সংগৃহীত যন্ত্রপাতি/আসবাবপত্র/যানবাহন প্রকল্প সমাপ্তির পর কিভাবে ব্যবহার করা হবে তা সুস্পষ্টভাবে প্রকল্প দলিলে উল্লেখকরণ
- প্রকল্পের Log frame, ক্রয় পরিকল্পনা (Procurement plan) এবং অর্থনৈতিক বিশ্লেষণ ( Economic analysis) সংযোজন করা যেতে
67
/ 100
1 thought on “প্রকল্প কি? প্রকল্প কয় প্রকার ও কি কি”