নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র

উদ্যোক্তা প্রশিক্ষণ কেন্দ্র

উদ্যোক্তা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে অগ্রগামী একটি প্রতিষ্ঠান যা নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ বা ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট সংক্ষেপে (স্কিটি) নামে পরিচিত।

নতুন উদ্যোক্তা হিসেবে যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বা ব্যবসা ব্যবস্থাপনার নানান দিক সম্পর্কে জানতে চান, তিনি এই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারেন। আসুন জেনে নিই ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট কি কি প্রশিক্ষণ প্রদান করে থাকে।

ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) তে মোট ৬ টি অনুষদ বিদ্যমান-

১। শিল্প ব্যবস্থাপনা

২। আর্থিক ব্যবস্থাপনা

৩। বিপণন ব্যবস্থাপনা

৪। সাধারণ ব্যবস্থাপনা

৫। শিল্পোদ্যোক্তা উন্নয়ন

৬। গবেষণা অনুষদ

উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

উদ্যোক্তা প্রশিক্ষণ

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশক্ষণ ইনস্টিটিউট (স্কিটি) আয়োজিত

  • নতুন ব্যবসা শুরু
  • ব্যাংক ও অর্থ ব্যবস্থাপনা
  • নতুন ব্যবসায় অর্থায়ন”
  • “Marketing Plan & Sales Promotion” (বিপণন পরিকল্পনা ও বিক্রয় প্রসার)
  • “বুক কিপিং এন্ড একাউন্টিং” কোর্স

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ 

বিসিক প্রতি বছর নিয়মিত ভাবে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। এ লক্ষ্যে একটি সমন্বিত বাৎসরিক প্রশিক্ষণ ক্যালেন্ডারও প্রণয়ন করে। এসকল প্রশিক্ষণ কার্যক্রম দেশব্যাপী বিসিকের জেলা কার্যালয়, ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি), নকশা কেন্দ্র, লবণ উৎপাদন ও মৌচাষ উন্নয়ন প্রকল্প কার্যালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। বিসিক কার্যালয়ের আওতায় প্রশিক্ষণসমূহ হ’লঃ

*ব্লক ও বাটিক ছাপা * পুতুল তৈরী * চামড়ার কাজ * মৃৎ শিল্প * কাঠের কাজ * ধাতব শিল্প * প্যাকেজিং * পাটজাত হস্ত শিল্প * ট্যাপেস্ট্রি * স্ক্রিন প্রিণ্টিং * বাঁশ ও বেতের কাজ নকশার ধারনা এবং উন্নয়ন * শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

কোর্সের মেয়াদ : নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন প্রকারের আধুনিক নকশা সরবরাহ করা হয়। এখানকার ফ্যাশন ডিজাইনিংসহ সব কোর্সের মেয়াদ ৩ মাস। প্রতি ব্যাচে ১৫ জন প্রার্থী অংশ নিতে পারবে। স্কিটি ও নকশা কেন্দ্র ছাড়াও দেশের বিভিন্ন স্থানে রয়েছে ১৫টি নৈপুণ্যকেন্দ্র। এসব কেন্দ্রসমূহে বিভিন্ন ট্রেডে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করা হয়।

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা

ব্লক ও বাটিক

প্রশিক্ষণের ট্রেডসমূহ হচ্ছে-

১। ব্লক ও বাটিক ছাপা

২। চামড়ার কাজ

৩। কাঠের কাজ

৪। প্যাকেজিং

৫। ট্যাপেস্ট্রি

৬। বাঁশ ও বেতের কাজ

৭। বুনন শিল্প

৮। পুতুল তৈরি

৯। মৃৎ শিল্প

১০। ধাতব শিল্প

১১। পাটজাত শিল্প

১২। স্ক্রিন প্রিন্টিং

১৩। ফ্যাশন ডিজাইন

১৪। নকশা ধারণা এবং উন্নয়ন

সম্পূর্ণ সরকারি খরচে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

১। ইলেকট্রিক হাউজ ওয়্যারিং এবং মটর ওয়েল্ডিং

২। রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার রিপেয়ারিং

৩। ম্যানুফ্যাকচারিং গার্মেন্টস এক্সেসরিজ

৪। রেডিও এবং টেলিভিশন রিপেয়ারিং

৫। ফিটিং কাম মেশিনশপ প্র্যাকটিসেস এবং ওয়েল্ডিং

৬। কম্পিউটার প্রশিক্ষণ

৭। শ্যালো পাম্প মেশিন রিপেয়ারিং

৮। ইলেকট্রনিক্স গুডস রিপেয়ারিং

৯। সেলাই প্রশিক্ষণ

১০। মোবাইল রিপেয়ারিং

Join here- ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট ফেসবুক পেজ

Leave a Comment